Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  উপজেলা সমবায় কার্যালয় ,সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে স্বাগতম....


ছবি
শিরোনাম
সমবায়ে গণতন্ত্র চর্চ্চা
বিস্তারিত

সমবায় সমিতি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সমবায় সমিতি পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে । উক্ত কমিটি প্রতি তিন বছরের জন্য সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। সমবায় সমিতি আইন /01 সংশোধন (০২.১৩) এর ১৯(১) ধারা এবং সমবায় সমিতি বিধিমালা ০৪ এর ২৪ বিধির শর্ত পূরণ স্বাপেক্ষে সমিতির সকল সদস্যই এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারেন 

 *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * *অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।* * *‘‘ উৎপাদনমুখী সমবায় করি ,টেকসই উন্নয়ন নিশ্চিত করি ”