Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  উপজেলা সমবায় কার্যালয় ,সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে স্বাগতম....


সেবার তালিকা

সেবার তালিকা

সংবিধিবদ্ধ

  • সকল প্রকার সমবায় সমিতি নিবন্ধনে উদ্বুদ্ধ করণ ও সমবায় সমিতি গঠণ
  • সরকারি কর্মসূচির আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন।
  • অকার্যকর সমবায় সমিতি চিহ্নিতকরণ
  • সমবায় সমিতির অন্তবর্তী  ব্যবস্থাপনা কমিটি গঠণ
  • সকল  প্রকার  সমবায়  সমিতির  বার্ষিক  নিরীক্ষা  সম্পাদন
  • উপজেলায় কর্মরত সহকারী পরিদর্শকদের মধ্যে উপজেলাধীন প্রাথমিক সমবায় সমিতির নিরীক্ষা বরাদ্দ প্রদান
  • নিরীক্ষার প্রেক্ষিতে নিরীক্ষা ফি এবং সমবায় উন্নয়ন তহবিল আদায়
  • সমবায় সমিতি অবসায়ন কার্যক্রম সম্পাদন
  • সমবায় সমিতি পরিদর্শণ ও তদন্ত
  • সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ প্রদান
  •  সমবায় সমিতির সুশাসন নিশ্চিত করার জন্য আইনানুগ সহায়তা প্রদান

উন্নয়নমূলক

  • পরামর্শ প্রদান
  • অর্থায়নে সহযোগিতা
  • অন্যান্য দপ্তর ও সংস্থার সাথে সমবায় স্বার্থ সংশ্লিষ্ট সহযোগীতার সম্পর্ক স্থাপন।

সম্প্রসারণমূলক

         সভা/সেমিনার/মেলা আয়োজন

         সমবায় নীতি ও আদর্শ প্রচার করা

       সমবায় আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ

 *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * *অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।* * *‘‘ উৎপাদনমুখী সমবায় করি ,টেকসই উন্নয়ন নিশ্চিত করি ”