Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  উপজেলা সমবায় কার্যালয় ,সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে স্বাগতম....


ভ্রাম্যমান প্রশিক্ষন

উপজেলা সমবায় অফিসার বরাবরে আবেদনের প্রেক্ষিতে / চাহিদা / স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজন বিবেচনায়  জেলা পর্যায়ের ভ্রাম্যমান প্রশিক্ষন ইউনিটের সহায়তায় সরকারী অর্থায়নে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ উপকরণ দেওয়া হয় ,দুপুরের খাবার প্রদান করা হয় এবং যাতায়াত ভাতা প্রদান করা হয় । দুজন অতিথি বক্তা এবং এবং একজন সমবায় সংশ্লিষ্ট বক্তা দিনব্যাপী সমবায়ীদের প্রশিক্ষন দেন। সাধারনত সমবায়ের ক্যাটাগরী এবং সমবায়দের চাহিদার ভিত্তিতে অতিথি বক্তা নির্ধারন করা হয়।

 *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * *অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।* * *‘‘ উৎপাদনমুখী সমবায় করি ,টেকসই উন্নয়ন নিশ্চিত করি ”