Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’-  উপজেলা সমবায় কার্যালয় ,সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে স্বাগতম....


শিরোনাম
গণ শুনানী---সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা সমবায় অফিসার, , সিরাজগঞ্জ সদর , সিরাজগঞ্জ এর সাথে সমবায়ী এবং সাধারনের নিয়মিত মতবিনিময় বা সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে ।
বিস্তারিত

গণশুনানী---সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা সমবায় অফিসার, সিরাজগঞ্জসদর, সিরাজগঞ্জ এর সাথে জনগণের নিয়মিত মতবিনিময় বা সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে । সপ্তাহের প্রতি বুধবার সকাল ৯:৩০ থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত উপজেলা সমবায় অফিসার সমবায়ী এবং সাধারনের অভিযোগ/আবেদন শুনছেন এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি/প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। নির্ধারিত দিন সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্য দিবসে গণশুনানী অনুষ্ঠিত হবে । স্থান : উপজেলা সমবায় অফিসারের কার্যালয়, সিরাজগঞ্জ সদর , সিরাজগঞ্জ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
04/08/2020
আর্কাইভ তারিখ
31/12/2022

 *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * *অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।* * *‘‘ উৎপাদনমুখী সমবায় করি ,টেকসই উন্নয়ন নিশ্চিত করি ”