বিজ্ঞপ্তি/বিজ্ঞপ্তি
বিষয়ঃ উপজেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ সদর কর্তৃক আয়োজিত গণশুনানির বিজ্ঞপ্তি।
উপজিলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ সদরের নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার, সেবাকে আরো জনমুখী করতে ২৮.০৪.২২ তারিখ সিরাজগঞ্জ সদরের শিবনাথপুরে গণশুনানির আয়োজন করা হয়েছে। শিয়ালকোল ইউনিয়নের সমবায় সমিতির মহিলা সদস্যগণকে গণশুনানিতে উপস্থিত হয়ে তাদের অভিযোগ, অভিযোগ, আবেদন, আবেদন জানাতে অনুরোধ করা হচ্ছে। টেলিফোনে বা লিখিতভাবে অভাব-অভিযোগ, আবেদন-নিবেদনও করা যাবে। যদি কোন সমস্যা, অভিযোগ, আবেদন, থাকে তবে তা উপজেরা সমবায় কার্যালয়ে রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে / নোটিশ বোর্ডের সাথে সংযুক্ত অভিযোগ বাক্সে স্থাপন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
(আমাত-উল-ইলাহ খান)
উপজেলা সমবায় কর্মকর্তা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।
ফোন: 02588831663 ইমেইল: uco.sirajganjsadar@ gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস