Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’-  উপজেলা সমবায় কার্যালয় ,সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে স্বাগতম....


শিরোনাম
গণ শুনানী অনুষ্ঠিত
বিস্তারিত

সেবাসমূহ আরও জনমুখী করতে জনগণের সমস্যা সম্ভবনা নিয়ে উপজেলা সমবায় কার্যালয় ,সিরাজগঞ্জসদর কর্তৃক 23.01.2021 তারিখে উপজেলা পরিষদ হলরুম ,সিরাজগঞ্জ সদরে গণশুনানীর আয়োজন করা হয়। উক্ত গণশনুনানীতে জনাব মোহা: আব্দুল মজিদ,যুগ্ম-নিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয় ,রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয়  জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন শুনে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ তৎক্ষণাৎ নিষ্পত্তি করে জানিয়ে দেন , এবং তাৎক্ষনিক ভাবে সম্ভব  নয় এমন বিষয় গুলো সমাধানের জন্য জেলা সমবায় কর্মকর্তা সিরাজগঞ্জ মহোদয় এবং উপজেলা সমবায় কর্মকর্তা ,সিরাজগঞ্জ সদরকে নির্দেশ দেন ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/01/2021
আর্কাইভ তারিখ
30/06/2021

 *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * *অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।* * *‘‘ উৎপাদনমুখী সমবায় করি ,টেকসই উন্নয়ন নিশ্চিত করি ”