সরকারি কর্মচারিদের শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের শুদ্ধাচার পুরস্কার প্রদান নিতীমালার আলোকে জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ এর শুদ্ধাচার পুরস্কার বাছাই কমিটির সুপারিশ কৃত ”শুদ্ধাচার পুরস্কার’’ ২০২০-২১ এর ক্রেষ্ট পুরস্কার প্রাপ্তদের হাতে তুলে দেন জনাব আব্দুল মজিদ স্যার ,যুগ্ম-নিবন্ধক , বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী , শাহানা শিল্পী ,স্যার উপ - নিবন্ধক (প্রশাসন)বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী এবং জেলা সমবায় কর্মকর্তা , সিরাজগঞ্জ জনাব সামিউল ইসলাম ,স্যার ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস