২৮/০৩/২০২২ খ্রি. তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলার শিব নাথপুর গ্রামে লিচু বাগানে স্বাস্থ্য বিধি মেনে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী ০৫ টি সমবায় সমিতির সদস্যদের হাতে কলমে সমিতির সমবায় সমিতির মূলধনগঠন ,বিনিয়োগ, হিসাব সংরক্ষন, সমিতির ব্যবস্থাপনা (এজিএম , নির্বাচন) বিষয়ে ধারণা প্রদান করা হয় । প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আমাত-উল-ইলাহ খান উপজেলা সমবায় অফিসার,সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ, মোঃ রানা ইসলাম প্রশিক্ষক জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ , মোঃ মামুন সেখ , এবং জাহিদুল ইসলাম,সহকারি পরিদর্শক উপজেরা সমবা কার্যালয়, সিরাজগঞ্জ সদর । অন্যান্য অতিথী বক্তা হিসেবে উপস্থিত থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা , সিরাজগঞ্জ সদর, তিনি স্বল্প পরিসরে মাছের চাষ, মাছের পুষ্টি গুণ, মাছ সংরক্ষণ বিষয়ে অবহিত করেন এবং করোনাকালের শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে এবং করোনা পরবর্তী সন্তানকে স্কুল মুখী করতে মায়েদের করনীয় বিষরয় পরামর্শ দেন সহকারী শিক্ষক শিব নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় , সিরাজগঞ্জ সদর , সিরাজগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস