“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ নভেম্বর শনিবার উদ্যোগে সমবায় বিভাগ, সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ সদর উপজেলার সমবায়ীদের যৌথ উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯.০০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহীদ শামসুদ্দীন গেট ভায়া স্টেশন রোড হয়ে শহীদ মনসুর আলী অডিটরিয়ামে শেষ হয়। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-২ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সামিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস), উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),সিরাজগঞ্জ গণপতি রায় , এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা , সিরাজগঞ্জ জনাব সামিউল ইসলাম। উক্ত অনুষ্ঠানে জেলা সমবায় বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট সমবায়ীগণ ,রাজনৈতিক ব্যক্তিবর্গ , সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম উন্নয়ন দর্শন ছিলো সমবায়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে সমবায়ের ভুমিকাকে গুরুত্ব আরোপ করেছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধিশালী দেশে পরিনত করতে বৈশ্বিক মহামারী এবং মন্দায় সমবায় সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসময় অনুষ্ঠানে স্বনির্ভর বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ নজরুল ইসলাম, কাওয়াকোলা মৎস্যজীবি সমিতি লিমিটেডের সভাপতি মোঃ সুরুতজ্জামান তালুকদার ,মাছরাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতি লি.এর সভাপতি মাইনুল ইসলাম তালুকদার, সততা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সহ সভাপতি বিশিষ্ট সমবায়ী ও শিক্ষাবিদ মোঃ মোকতেল হোসেন, বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস