নাগরিক সো প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা শক্তিশালীকরনে, সেবাসমূহ আরও জনমুখী করতে জনগণের সমস্যা সম্ভবনা নিয়ে উপজেলা সমবায় কার্যালয় ,সিরাজগঞ্জসদর কর্তৃক 11.4.202২ খ্রি. তারিখে শিবনাথপুর, শিয়ালকোল ,সিরাজগঞ্জ সদরে গণশুনানীর আয়োজন করা হয়েছে। উক্ত গণïbvনীতে শিয়ালকোল ইউনিয়নভুক্ত সমবায় সমিতির মহিলা সদস্য/ মহিলা সমিতির সদস্যদের উপস্থিত হয়ে তাদের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন জানান। অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ তৎক্ষণাৎ নিষ্পত্তি করে জানিয়ে দেয়া হয় । ইতোপূর্বে শিয়ালকোল ইউনিয়নের সকল সমিতিকে তাদের মহিলা সদস্যদের এবং মহিলা ( পউবো, সিআইজি সহ) সমিতির সদস্যদের বিষয়টি অবহিতকরে নোটিশ জারী করা হয়। এছাড়াও টেলিফোনে বা লিখিতভাবে অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন গ্রহণ করা হচ্ছে মর্মে তাদের কে জানানো হয় । এবং কোনো সমস্যা অভিযোগ, আবেদন, নিবেদন থাকলে এ দপ্তরে সংরক্ষিত রেজিষ্টারে লিপিবব্ধ করার / দপ্তরের নোটিশ বোর্ড সংলগ্ন অভিযোগ বাক্সে ফেলার অনুরোধ করা হলেও এধরনের কোন অভিযোগ পাওয়া যায় নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস